করোনার ঢেউ ফের সুনামির আকার ধারণ করছে। তাই মুম্বই সরকারের পর এবার চটজলদি পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার ও। যদিও ইতিমধ্যেই অনেক ক্ষতবিক্ষত হয়েছে রাজধানী। আগোছালো পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টাতেই নাইট কার্ফুর পদক্ষেপ নিয়েছে সরকার।
তবে এই পরিস্থিতি আগামী দিনে কি হবে? আদৌও কি লকডাউন হবে? নাকি ২০২০ ভয়াল দুঃস্বপ্ন গ্রাস করবে ভারত তথা পুরো বাংলাকে ।
By Sukanya